বাংলা নববর্ষ ১৪২৬ উৎযাপনে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভিন্ন মাত্রা যেগ করলেন......
|
boishak- currentnews190.blogspot.com 1 |
সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান শিক্ষক টি. এম. সোহেলের নির্দেশে অত্র কলেজের প্রতিটি বিভাগ যার যার মত মঙ্গল শোভা যাত্রা করার জন্য প্রস্তু হয়। এতে তারা বাংলার সংস্কৃতকে তুলে ধরার জন্য সর্বাত্বক চেষ্টা করেছে এবং তারা সফল হতে পেরেছে। তাদের সংগ্রহে স্তান পায় বাংলার সাধারণ বাজ্ঞালীর ব্যাবহার্য পালকি, ঘোরার গারি, কৃষকের লাঙ্গল সহ বিভিন্ন দূর্লভ ব্যাবহার্য জিনিসপত্র।
|
boishak- currentnews190.blogspot.com 1 |
|
boishak- currentnews190.blogspot.com 1 |
উক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেককে বাংলার সাধারণ জনগনের মত বিভিন্ন সাঝে দেখা যায়। কেউ হয়েছে জামাই-বউ, কেউ বা কৃষক, বাউল, বেয়ারা, ঘটকের ইত্যাদি সাঝে বাঙলার সংস্কৃতকে তুলে ধরতে সক্ষম হয়েছে। এর সবকিছুর অর্ধেকের বেশি কৃতীত্ব ছিল উক্ত কলেজের বাংলা বিভাগের।
|
boishak- currentnews190.blogspot.com 1 |
|
boishak- currentnews190.blogspot.com 1 |
সকাল ৭.৪৫ মিনিটে সকল ছাত্র-ছাত্রী নিয়ে এক বিশাল মঙ্গল শোভা যাত্রা বের হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজের দক্ষিণ গেট দিয়ে বের হয়ে এস. এস. রোড, মুনসুর আলী অডিটোরিয়াম, ভিক্টোরিয়া কলেজ হয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের উত্তর গেট দিয়ে কলেজে প্রবেশ করে।
এরপর প্রতি বিভাগে পানি ভাত, ইলিশ, আলু বর্তা, তিল বর্তা ইত্যাদি দিয়ে খাওয়ার এক ধুম পরে যায়।
উক্ত কলেজের বট তলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংগ্রহন করেন কলেজের ছাত্র-ছাত্রীরা।
|
boishak unosthan- currentnews190.blogspot.com |
|
boishak unosthan- currentnews190.blogspot.com |
|
boishak unosthan- currentnews190.blogspot.com |
সব মিলেয়ে এই কলেজেরে বাংলা নববর্ষ ১৪২৬ উৎযাপনে ভিন্ন মাত্রা যোগ হয়েছিল।
আমাদের সব ধরনের খবর অ্যাপসের মাধ্যমে পরতে চাইলে আমদের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
No comments