How to earn Mobil apps 2019 - Without investment
এই পেজে আলোচনা করব একটি আর্নিং অ্যাপ নিয়ে।অ্যাপটির নাম হলো .. Englogy.. অ্যাপটি প্রতি ক্লিকের জন্য ২টাকা করে দেয়। মাত্র ৫৫ টাকা হলে ফ্লেক্সিলোড নিতে পারবেন এবং ২০০ টাকা হলে বিকাশ/ রকেটের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
কাজ করা নিয়ম
প্রথমে এখানে ক্লিক (CLICK) করে অ্যাপটি ডাউনলোড করুন। এরপর আপনি যা করবেন অ্যাপটি install করে open করে sing up ক্লিক করুন এবং আপনার নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং রেফার এর জায়গায় ০১৭০৬-২২৫৫৬৪ নাম্বরটি দিয়ে পুনরায় sing up ক্লিক করুন । ( বি.দ্র. রেফার নাম্বার না দিলে পেমেন্ট দিবে না)।
পুনরায় আবার আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে login এ ক্লিক করুন।
কাজ করার জন্য Learn এখানে ক্লিক করুন।ক্লিক করার পর অ্যাড আসবে অ্যাডটি কেটে দিবেন। এরপর আপনাকে মূল পেজে নিয়ে যাবে সেখানে ➦ চিহ্ন পাবেন সেখাইখানে ক্লিক করুন।অ্যাড আসবে Back বাটনে ক্লিক করে অ্যাডটি কেটে দিন। ১০ সেকেন্ড পর আবার ➦ চিহ্ন পাবেন সেখানে আবার ক্লিক করুন। এভাবে ২৫ নাম্বার পর্যন্ত করুন। ২৬ নাম্বারের ➦ এখানে ক্লিক করা পর আপনাকে অ্যাডে ক্লিক করেতে বলবে অর্থ্যাৎ আপনে অ্যাডে ক্লিক করবেন। ১০০ সেকেন্ড পর আপনাকে Back এ নিয়ে আসবে আপনে Back বাটনে ক্লিক করে Back পেজে চলে আসবেন। প্রতিবার কাজ করার পর Score এ ক্লিক করে আপনার Balance চেক করে নিবেন। এভাবে কাজ করবেন।
টাকা তোলার নিয়ম
প্রথবার টাকা তোলার জন্য একটি কাজ করে নিতে হবে সেইটা হলো Score এ যাবেন তারপর প্রোফাইলে যাইয়া আপনার ছবি এবং ফেসবুক প্রোফাইল এর লিঙ্কটা অ্যাট করে দিবেন। তারপর পেমেন্ট রিকুয়েষ্ট দিতে পারবে।
Visit TexfilesBD.com!
ReplyDelete