বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস নিয়ে ১৫টি ছোট প্রশ্ন
B.C.S. & JOB STUDY |
১. বাংলা ভাষার প্রথম
ব্যাকরন কোনটি?
উত্তর:-‘ভোকাবুলিরও এম
ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ’।
২. ‘ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ’ গ্রন্থের লেখক কে?
উত্তর:-পাদ্রি মনোএল দা
আসসুম্পসাঁউ।
৩. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কত খ্রিষ্টাব্দে রচিত হয়?
উত্তর:- ১৭৩৪ খ্রিষ্টাব্দে।
৪. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ
গ্রন্থে কত খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশিত হয়?
উত্তর:- ১৭৪৩ খ্রিষ্টাব্দে।
৫. ‘ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ’ বইটি কোথায় থেকে প্রকাশিত হয়?
উত্তর:- রাজধানী লিসবন শহর থেকে।
৬. ‘ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ’ বইটি কোন ভাষায় ছিল?
উত্তর:- রোমান লিপিতে।
৭. বাংলা ভাষাকে উদ্দেশ্য
করে প্রথম যে ব্যাকরন রচিত হয়েছিল সে গ্রন্থটির নাম কী?
উত্তর:- ‘A grammar of the Bengali language’.
৮. ‘ এ গ্রামার অফ দি বেঙ্গণ ল্যাগুয়েজ’ সে গ্রন্থটির
লেখক কে ছিলেন?
উত্তর:- ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
৯. ‘ এ গ্রামার অফ দি বেঙ্গণ ল্যাগুয়েজ’ বইটি কোন ভাষায় ছিল?
উত্তর:- ইংরেজি।
১০. ‘A grammar of the Bengali language’ কত খ্রিষ্টাব্দে রচিত হয়?
উত্তর:- ১৭৭৬ খ্রিষ্টাব্দে।
১১. ‘A grammar of the Bengali language’ কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর:- ১৭৭৮ খ্রিষ্টাব্দে।
১২. ‘A grammar of the Bengali
language’ কোথায় থেকে মুদ্রিত হয়?
উত্তর:- হুগলি।
১৩. বাংলা ভাষায় লিখিত প্রথম
বাংলা ব্যাকরণ কোনটি?
উত্তর:- গৌড়ীয় ব্যাকরণ। (অনুবাদিত)
১৪. বাংলা ভাষায় লিখিত প্রথম
বাংলা ব্যাকরণ কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর:- ১৮৩৩ খ্রিষ্টাব্দে।
১৫. গৌড়ীয় ব্যাকরণ রচিয়তা কে?
উত্তর:- রাজা রামমোহন রায়।
বি.সি.এস. সম্পর্কে আরো প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের সাথেই থাকুন।
Please follow baton click
LuckyClub - a new social casino with casino site review
ReplyDeleteLuckyClub luckyclub is a brand-new social gaming site, established in 2018, that has a great welcome bonus for new players. This social gaming platform provides free