test add

Download the apps of this blog site, from this app you can read all the news (apps link - get to know about us / about this blog site section).® Please Like Our Facebook Page® Any event happen in front of you / stories of your own text, novels, poems can draw people's attention through our blog site ® Thanks Md. Rasel Pervez-01706225564®

B.C.S. & JOB STUDY (part- 2)



১. ব্যাকরণ কাকে বলে ?
উত্তর:- যে শাস্ত্র পাঠ করলে কোন ভাষা সম্পর্কে  শুব্দভাবে উপলব্দ হয় তাকে ব্যাকারণ বলে ।

২. বাঙলা ব্যাকারণ কাকে বলে ?
উত্তর:- যে পুস্তক পাঠে বাঙলা ভাষা শুদ্ব রুপে লিখতে, পরতে, ও বুঝিতে পারা যা্য় তকে বাঙলা ব্যাকারণ বলে।

৩. ব্যাকারণ শব্দের অর্থ কী?
উত্তর:- বিশেষ ভাবে বিশ্লেষণ।

৪. ব্যাকারণের বুৎপত্তিগত রুপটি লেখ?
উত্তর:- বি+আ+কৃ+অন।

৫. ব্যাকারণের আলোচ্য বিষয় কয়টি?

উত্তর:- ৩টি।

৬. কী কী নিয়ে ব্যাকারণে আলোচনা করা হয়?
উত্তর:- ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা  রুপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম।

৭.  ধ্বনিতত্ত্বে কি কি নিয়ে আলোচনা করা হয়?
উত্তর:- ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনি বিন্যাস, ধ্বনি পরিবর্তন, বানানের নিয়ম, ফলা কার, বর্ণ, অক্ষর প্রভৃতি।

৮. শব্দত্ত্বের আলোচ্য বিষয়গুলো লেখ?
উত্তর:- পদ, পদ প্রকরণ, পদ পরিবর্তন, শব্দ, বিভক্তি, পদের শ্রেণিবিন্যাস, সমাস, সন্ধি, উপসর্গ, প্রত্যায়, ক্রিয়া প্রভৃতি।

৯. বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী কী?
উত্তর:- বাক্য, বাক্যের শ্রেণিবিভাগ, পদক্রম, বাক্যের অংশ, উক্তি প্রভৃতি।

১০. ভাষার মূল উপকরণ কোনটি?
উত্তর:- বাক্য।


বি.সি.এস. বা যে কোন চাকরি পরীক্ষায় বাঙলা বিষয়ে প্রস্ততির জন্য আমাদের ওয়েব পেজটি অনেক বেশি উপকৃত করবে আপনাকে। 


No comments

Theme images by mammuth. Powered by Blogger.